সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সদরদপ্তর-এর সম্মেলন কক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক ১১ জুন মঙ্গলবার জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সাথে উপ-পুলিশ কমিশনার অপরাধ উত্তর ও অপরাধ দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব আলম , বিপিএম, পিপিএম(বার) মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভায় আরও যারা উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাঃ আহমার উজ্জামান পিপিএম -সেবা, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইব্রাহীম খান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক এন্ড ট্রান্সপোট)জনাব মোঃ আরিফুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় জনগনকে কাঙ্খিত সেবা প্রদান এবং সরকারী কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।