সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর
পূবাইল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় এএসআই (নি:) হাফিজুর রহমান ও ফোর্সসহ ২৩ জুন পূবাইল থানাধীন কুদাব ও মাজুখান এলাকা হতে অভিযান পরিচালনা করিয়া সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ জন আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো,
(১) সিআর মামলা নং-১৭৩/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড কুদাব (কাজী বাড়ী) এলাকার -মো: আলাউদ্দিন কাজী এর ছেলে মো: আলামিন কাজী (৩০)।
(২) সিআর মামলা সিআর ১৭৩/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী
গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড কুদাব (কাজী বাড়ী) এলাকার মৃত তমিজ উদ্দিন মুন্সি এর ছেলে মো: আলাউদ্দিন কাজী (৬৫)।
(৩) সিআর মামলা নং-১৮৭/২৩ ও সিআর ১৭৩/২৩ এর ওয়ারেন্টভুক্ত
আসামী
গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড কুদাব(পশ্চিম পাড়া) এলাকার
আব্দুল মালেক এর মেয়ে জাহানারা বেগম।
(৪) সিআর মামলা নং-৬৫/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী
গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন সোড়ল এলাকার
জীবন চন্দ্র দাস এর স্ত্রী হেলন রানী দাস।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান আরও জানান,
সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামীদের
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কুদাব ও মাজুখান এলাকা হতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।