সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানার কর্মরর্তা
এসআই (নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবির তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন বৃহস্পতিবার দিবাকালিন ডিউটি করাকালিন সময় পূবাইল থানাধীন মেঘডুবি পূর্বপাড়া মেজরের টেক এলাকার হতে ৩০ পিস ইয়াবা সহ ১ জন আসামীকে গ্রেফতার করেন
পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলা পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড নৈবাড়ী (লিচেরটেক) এলাকার ছাবেদ আলীর ছেলে
মোঃ মাহবুব (৩২)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান,
মোঃ মাহবুব (৩২)কে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড নৈবাড়ী (লিচেরটেক) এলাকার হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।