সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানায় কর্মরত
এসআই (নিঃ) নাসির উদ্দিন তাঁর সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন ডিউটি করাকালিন সময় ৩০ জুন পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকার ডাক্তার কাইয়ুম এর মালিকানাধীন বাগান বাড়ীর ভিতর হতে চুরি করা মালামালসহ ২ জন চোরকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলো, (১) গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকার মৃত আশরাফ উদ্দিন এর ছেলে মেহেদী সরকার (২৮)।
(২) টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার নিকরাইল এলাকার নাসির মিয়ার ছেলে রনি মন্ডল (২৫)। বর্তমানে তিনি গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান,
চুরি যাওয়া মালামাল মধ্যে ০১টি হলুদ রংয়ের লোহার তৈরী বাউন্ডারী গ্রীল এবং ০১টি পুরাতন মরিচা ধরা জিআই পাইপসহ তাদের ২ জন চোরকে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড সাপমারা এলাকা হতে গ্রেফতার করে থানায় আনা হয় এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।