সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানার
এসআই (নিরস্ত্র) মোঃ মারফত আলী সঙ্গীয় এএসআই মোঃ জাকিরূল ইসলাম ও তার ফোর্সসহ ২৫ এপ্রিল বৃহস্পতিবার পূবাইল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী নেত্রকোনা জেলার আটপাড়া থানার দেওশ্রী গ্রামের মৃত তানভীর আহাম্মেদ এর ছেলে মোঃ তালহা আহাম্মেদ রকি (১৯)।বর্তমানে টঙ্গীর স্টেশন রোড এলাকায় থাকেন।
জিএমপি পূবাইল থানা সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ আক্কাস মার্কেট জৈনক রাকিব হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৯টি কাঁচের তৈরী বিদেশী মদের বেতলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেন। যার মধ্যে ০২ (দুই) টি কাঁচের তৈরী বিদেশী মদের বোতলের গায়ে ইংরেজীতে ROYEL STAG BLENDED WHISKY লেখাসহ অন্যান্য লেখা আছে, ০৪ (চার) টি কাঁচের তৈরী বিদেশী মদের বোতলের গায়ে ইংরেজীতে MAGIC MOMENTS GRAIN VODKA লেখাসহ অন্যান্য লেখা আছে এবং ০৩(তিন) টি কাঁচের তৈরী বিদেশী মদের বোতলের গায়ে ইংরেজীতে BLENDERS PRIDE SELECT PREMIUM WHISKY লেখাসহ অন্যান্য লেখা আছে। এসব সহ তাকে উদ্ধার পূর্বক থানায় হাজির করা হয় এবং এজাহার দায়ের করা হয়।
জিএমপি পূবাইল থানার অফিসার ইর্নচাজ(ওসি) কামরুজ্জামান বলেন,
পূবাইল থানার মামলা নং-০৮, তারিখ- ২৫/০৪/২০২৪ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করেন। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।