সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
জিএমপি পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিতিত্তে ১১ মে শনিবার পূবাইল থানাধীন সাতানীপাড়া এলাকায় অভিযান পরিচালানা করিয়া রবিউল (২৮) হত্যাকান্ডের সহিদ জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো
১। মৃত হাফিজুর রহমান ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৫)
২। শেরপুর জেলার শ্রীবর্দী থানার বালুঘাট এলাকার মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ হুমায়ুন কবির (১৯), ৩। শেরপুর জেলার শ্রীবর্দী থানার বালুঘাট এলাকার মোঃ আবুল কালাম আজাদ এর মেয়ে মোসাঃ কারিমা (২২) বর্তমানে জিএমপি পূবাইল থানার ৪১নং ওয়ার্ড এর সাতানীপাড়া এলাকার (গফুরের বাড়ীর ভাড়াটিয়া) এবং ৪। শরীয়তপুর জেলার নড়ীয়া থানার আইটপাড়া গ্রামের মোঃ বাবুল এর ছেলে মোঃ লিটন (৪৬). বর্তমানে জিএমপি পূবাইল থানার ৪১নং ওয়ার্ড এর সাতানীপাড়া এলাকার ভাড়া থাকেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান আরও জানান,
১-৪নং আসামীগন অজ্ঞাতনামাআরও ০৪/০৫ জন আসামীগন পূর্ব পরিকল্পিতভাবে রবিউলকে হত্যার উদ্দেশ্যে বাঁশের মোটা লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পেনিসে আঘাত করে গুরুতর জখম করে। ডান হাতের বাহুতে কামড় দিয়ে জখম করে এবং দুই চোখে আঘাত করে রক্ত জমাট বাঁধা জখম করে ঘরে ফেলে রাখে। পরবর্তীতে রবিউল এর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৯ মে ২০২৪ তারিখ সময় সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় তাকে ইজিবাইক যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর নিয়ে গিয়ে ভর্তি করালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রবিউল এর শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তৎক্ষণাত এ্যাম্বুলেন্স যোগে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে উত্তরা জসিম উদ্দিন রোডে পৌঁছালে রবিউল মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনা সংক্রান্তে পূবাইল থানার মামলা নং-০৮, তারিখ-১১/০৫/২৪ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হলে জিএমপি পূবাইল থানার
এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিতিত্তে ৪ জনকে আসামীকে গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে আসামীগন হত্যাকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।