মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ শহর শাখার আহ্বায়ক সাবেক পৌর মেয়র এ কে এম এরাদত হোসেন মানুর নিজ বাসভবনে ( দেভোগ) এর সৌজন্য সাক্ষাৎ করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ।
২৭শে মার্চ (বৃহস্পতিবার) দুপুর ২ টার সময় নবগঠিত কমিটির সদস্যরা এই সাক্ষাৎ করে।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আজিজ মোড়ল সাধারণ সম্পাদক চাঁন-তারা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মাদবর, প্রচার সম্পাদক কাউসার ইসলাম নাদিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য গেলো ২৫ মার্চ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের মুন্সিগঞ্জ জেলার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।