আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
স্বনামধন্য অভিনেত্রী ডলি জহুর ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-সিনেমা উপহার দিয়েছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতে ও উপস্থিতি ছিল এই অভিনেত্রীর। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না।
চলচ্চিত্রে অবদানের জন্য ইতিমধ্যে পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার। আজ ২০ ফেব্রুয়ারি পেয়েছেন একুশে পদক।
একুশে পদক পাওয়ায় উচ্ছ্বসিত তিনি।
সম্প্রতি দেশের গণমাধ্যমে পুরস্কার পাওয়ার অনুভূতি শেয়ার করেছেন ডলি জহুর। এ সময় তিনি বলেন, ‘জীবদ্দশায় একুশে পদক পেয়েছি এটাই বড় বিষয়। কারণ, অনেকেই তো মরণোত্তর পান। আমি মনে করি, যাদেরই সম্মান জানানো হোক, সেটা বেঁচে থাকতেই জানানো উচিত।
একুশে পদক পাওয়ায় পরিবারের সদস্যরা খুব আনন্দিত জানিয়ে অভিনেত্রী বলি জহুর আরো বলেন, ‘আমার ছেলে হুবহু তার বাবার মতো হয়েছে। কোনো কিছুতেই খুব একটা বেশি উচ্ছ্বসিত হয় না। তবে আমার একুশে পদক প্রাপ্তির খবরে ভীষণ খুশি হয়েছে সে। আমার ছেলের বউ বিদেশ থেকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে।’
শুধু তাই নয়, আমার ভাগনি তার অফিসের সবাইকে মিষ্টি খাইয়েছে। সে-ও আমার মেয়ের মতো। তার উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। এ ছাড়া অভিনয় শিল্পীরা যেভাবে আমাকে অভিনন্দন জানাচ্ছেন, আমি খুশি। এটাই ভালো লাগা। এটাই জীবনের আনন্দ।
নিজের অভিনয় ও জীবন প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘আমার জীবনে কোনো অপূর্ণতা নেই। আমি জীবন নিয়ে খুশি। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। খুব বেশি আর চাওয়া নেই। অভিনয় করে কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই অনেক।