মৌলভীবাজারের জুড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুই সহযোগীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী (১৫) গতকাল সোমবার থানায় মামলা করার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মৌলভীবাজারের জুড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুই সহযোগীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী (১৫) গতকাল সোমবার থানায় মামলা করার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী গত এক মাস ধরে অভিযুক্ত রানু মহালদারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। এ সুযোগে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ গত পহেলা মার্চ সে ধর্ষণের শিকার হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, ‘মেয়েটির অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রানু মহালদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’