আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিনিধিঃ
গত ৪/১২/২০২৪ তারিখ সকালে একটি বাইক এক্সিডেন্ট করে লক্ষীপুর জেলার রায়পুরের সাইমুন কাজী ও মো. জুনায়েদ আখন নামে দুই যুবক গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ওদের দুজনের অবস্থাই খুবই খারাপ।সাইমুন কাজীর জ্ঞান ফিরলেও জুনায়েদের এখনো জ্ঞান ফিরছে না ,জুনায়েদ আখনকে ICU তে লাইফ সার্পোটে রাখা হয়েছে।
তার মাথার খুলি ফেটে গেছে,পাশাপাশি হাত,পায়ে গুরুতর আহত হয়েছে। প্রতি ২-৩ ঘন্টা পর-পর B+ রক্ত দিতে হচ্ছে ।তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা তার পরিবার চালিয়ে যেতে সক্ষম হচ্ছে না, এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে সকলের নিকট সহযোগিতা কামনা করছে তার পরিবার ।
নাম - মোঃ জুনায়েদ আখন
বাবার নাম -মোঃ আফসার হোসেন (বাবুল)
গ্রাম -কাঞ্চনপুর
ডাকঘর -কাঞ্চনপুর
থানা – রায়পুর
জেলা- লক্ষ্মীপুর
সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন:
বিকাশ নাম্বার - 01927-203685/01864817575
ব্যাংক একাউন্ট নাম্বার -MD OMAR FARUQUE
1011050048583
মোবাইল নাম্বার :01927-203685
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।