শিমুল হোসেন ও তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিনিধিঃ
জেলার তৃনমূল পর্যায়ে চলমান উন্নয়ন কাজে আরও বেশি আন্তরিক হতে হবে। সড়ক ও জনপদের উন্নয়নে যারা কাজ করছে তাদের আরও দায়িত্বশীল হতে হবে। সরকার জনকল্যাণে বেশ অবদান রাখছে, সেদিকে খেয়াল না করে দ্রব্যমুল্য ও বিদ্যুৎ সমস্যা নিয়ে নানান সমালোচনায় ব্যস্ত। আপনাদের জানার দরকার চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এদেশে আমরা যথেষ্ট ভাল আছি। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে সাধারণ জনগনের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর একথা বলেন। মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা ১২ টায় পরিষদ চত্বরে জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, আলমগীর হোসেন, শিমুল হোসেন, আল নুর আহমেদ ঈমন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার সমস্যা বিষয় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুর রহমান ঢালী, ইউপি সদস্য জবেদ আলী, ক্রীড়া সংগঠক মাষ্টার রফিকুল ইসলাম, মাওঃ আয়ুব হোসেন প্রমুখ। মত বিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুধী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।