হাফিজুর রহমান কালীগঞ্জ থেকে:
জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে সাতক্ষীরার কালীগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এ ৩৫ লক্ষ টাকায় ৩টি পদে স্থগিত হওয়া চতুর্থ বারের নিয়োগ বাণিজ্যের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি আজ। তড়িঘড়ি করে এই নিয়োগ বাণিজ্যের পরীক্ষা বন্ধ ও পরিবর্তনের জন্য আবেদনকারী শিক্ষকগণ গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার( শিক্ষা) আব্দুল্লাহ আল আমিন স্বাক্ষরিত গত ২৪ জানুয়ারি০৫- ৪৪- ৮৭- ০০ ১৭- ২১- ০০২ -২২ -৮৫ স্মারকে বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ উপেক্ষা করে মোটা অংকের টাকায় নিয়োগ বাণিজ্য সম্পন্ন করতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার এর যোগ 'সাযোগে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন এবং ম্যানেজিং কমিটির সদস্য তার শ্যালক সাবেক প্রধান শিক্ষক মোসলেম আলী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্পা রানী গোস্বামী তড়িঘড়ি করে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল ১০টার সময় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষকরা নাম প্রকাশ না করার সত্বে সাংবাদিকদের জানান ইতোমধ্যে প্রধান শিক্ষক পদে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক সালামাত হোসেনকে ১৫ লক্ষ, সহকারী প্রধান শিক্ষক পদে মোজাহার মেমোরিয়াল হাই স্কুলের কম্পিউটার শিক্ষক সাইফুল ইসলামকে ১২ লক্ষ এবং নিরাপত্তা প্রহরী পদে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির নিকট হতে ১০ লক্ষ টাকায় পাতানো নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য তড়িঘড়ি করে এই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তবে এ বিষয় অস্বীকার করে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান নিয়ম মেনে ই সব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় কোন প্রকার অনিয়ম দুর্নীতি এবং অর্থ বাণিজ্যের বিষয়টি সত্য নয়। জেলা প্রশাসক বরাবর অভিযোগ এবং তদন্তের বিষয় তার জানা নাই এবং কেউ জানায়নি বলে তিনি জানান। পরীক্ষায় যে ভালো করবে সে নিয়োগ পাবে। এ বিষয়ে জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান স্কুলের নিয়োগ পরীক্ষার চিঠি করার দায়িত্ব শুধু ম্যানেজিং কমিটির এ বিষয়ে আমার কিছু করার নাই। তবে জেলা প্রশাসকের তদন্তের নির্দেশের বিষয়ে তিনি কোন সদুউত্তর দিতে পারেননি। অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা গোস্বামীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের নিকট জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আমার কিছু জানা নাই তবে আমি ৩ তারিখ নিয়োগ পরীক্ষার একটি চিঠি পেয়েছি এর বেশি আমার কিছু জানারও নাই বলারও নাই।
জেলা প্রশাসকের নিকট অভিযোগের সূত্র থেকে জানা যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এ প্রধান শিক্ষক, ল্যাব সহকারী, আয়া, পরিচ্ছন্ন কর্মী, এবং নিরাপত্তা প্রহরী এই ৬টি পদে নিয়োগের জন্য গত ১৭-৩-২০২২ ইং তারিখে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। উক্ত বিজ্ঞাপনের প্রেক্ষিতে গত ১১-৬-২২ ইং তারিখে অত্র বিদ্যালয় প্রথম নিয়োগ পরীক্ষা নিয়োগ বাণিজ্যের জন্য অনিবার্য কারণে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত ৩০-৭-২২ ইং তারিখে আবার ওই স্কুলে পরীক্ষার ব্যবস্থা করলে সেটাও একই ভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও নিয়োগ বোর্ডের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি তালা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদার, নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্পা রানী গোস্বামী এবং সাবেক প্রধান শিক্ষক মোসলেম আলী মিলে গত ০১-০৮-২২ ইং তারিখে স্থান পরিবর্তন করে গোপনে নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐদিন নিয়োগ বাণিজ্যের সমঝোতায় শুধুমাত্র ৬টি পদের মধ্যে ল্যাব সহকারি, আয়া পরিচ্ছন্ন কর্মী এই ৩টি পদে নিয়োগ বাণিজ্য সম্পন্ন হয়। বাকি ৩টি পদে সবাই ফেল করেছে বলে পরীক্ষা বাতিল করা হয়।
পরবর্তীতে গত ৯-৮ -২০২২ ইং তারিখে আবার পত্রিকায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এবং নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সে প্রেক্ষিতে প্রধান শিক্ষক পদে ৯ জন সহকারী প্রধান শিক্ষক পদে ৯ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ৩জন আবেদন করে। আবেদনকারীরা হলো প্রধান শিক্ষক পদে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক সালামত হোসেন, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার খান, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুল সেলিম, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম, একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস এবং কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। সহকারি প্রধান শিক্ষক পদে আবেদনকারীরা হলো মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর কম্পিউটার শিক্ষক সাইফুল ইসলাম, একই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক হারানঘোষ, হিন্দু ধর্মীয় শিক্ষক আনন্দ গায়েন, কৃষি বিষয়ে শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বাণিজ্য বিভাগের শিক্ষক আজবাহার আলী, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর হিন্দুধর্ম শিক্ষক শিশির কুমার দত্ত, একই স্কুলের কৃষি বিষয়ক শিক্ষক বিষ্ণুপদ সরকার, বিষ্ণুপুর প্রাণ কৃষ্ণ স্মারক মাধ্যমিক বিদ্যালয় এর গণিত শিক্ষক সুনীল কুমার পাল, নলতা মাধ্যমিক বিদ্যালয় গণিত শিক্ষক আলাউদ্দিন এবং নিরাপত্তা প্রহরী পদে মনিরুল ইসলামসহ৩ জন আবেদন করেন।
উক্ত আবেদনের প্রেক্ষিতে সব আবেদন কারীদের নিয়োগ পরীক্ষার চিঠি দিয়ে কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের চিঠি রহস্যজনক কারণে স্থগিত করা হয়। এর প্রেক্ষিতে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) সহকারি কমিশনার (শিক্ষা) সভাপতি এবং প্রধান শিক্ষক কে লিগাল নোটিশ প্রদান করলে গত ২১-১ ২০২৩ ইং তারিখে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো বন্ধ হয়ে যায়। যার প্রেক্ষিতে আবেদনকারীরা গত ২৩ জানুয়ারি প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসক মহোদয় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে নির্দেশ দিলেও তদন্ত ছাড়া৩ ফেব্রুয়ারি শুক্রবার নিয়োগ বাণিজ্য সম্পন্ন করতে পায়তারা চালাচ্ছে হলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান। মেধাভিত্তিতে দুর্নীতি নিয়োগ বাণিজ্য মুক্ত শিক্ষক নিয়োগের জোর দাবি জানান অভিভাবক বৃন্দ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।