উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
উৎসবমুখোর পরিবেশে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০-০৫-২০২৪) উক্ত নির্বাচন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মো. আব্দুল আজিজ প্যানেল বিজয়ী হয়েছেন। যথাক্রমে- অভিভাবক সদস্যপদে মো. আব্দুল মান্নান- ৮৬ ভোট, মো. জাকারিয়া হোসেন- ৮৫ ভোট, মো. আবু মুসা- ৮২ ভোট, মো. মামুন হোসেন- ৮১ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন- অভিভাবক সদস্যপদে মো. তবিবুর রহমান- ১১ ভোট, শরিফুল ইসলাম-১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট ১৬৪ ভোটারের মধ্যে ৮৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন- মণিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক। ও সার্বিক নিরাপত্তায় ছিলেন- মণিরামপুর থানা, খেদাপাড়া ও ঝাঁপা পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।