মাসুমা জাহান, বরিশাল ব্যুরোঃ
শ্বশুরকে মারধর করার অভিযোগ উঠেছে বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আহত শেখ মো. জহিরুল ইসলামের মেয়ে মোসা. মাহামুদা বেগম।
তবে বিষয়টি মৌখিক ভাবে শুনেছেন বলে জানিয়ে মঙ্গলবার (১২ জুলাই) ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যেটুকু জেনেছি বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করছে উভয়পক্ষ।
এদিকে মাহামুদা বেগম ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লেখা অভিযোগে তার স্বামী ও বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত পুলিশ সদস্য সোলায়মানকে প্রধান বিবাদী করেছেন। এছাড়া অপর দুই অভিযুক্ত হলেন- অভিযোগকারীর শ্বশুর ও ঝালকাঠি সদরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান ও শাশুড়ি নিলুফা ইয়াসমিন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে অভিযোগকারী মাহামুদার সঙ্গে পুলিশ কনস্টেবল সোলায়মানের বিয়ে হয়। এরপর থেকে যৌতুক হিসেবে মাহামুদার বাবার বাড়ি থেকে নগদ টাকা, মোটরসাইকেল ও জমি আনার জন্য প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন সোলায়মান। সর্বশেষ সোলায়মান তার বাবা-মায়ের যোগসাজেশে অভিযোগকারী মাহামুদাকে মোটরসাইকেলের দাবিতে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। সবশেষ ৮ জুলাই রাতে পুলিশ সদস্য সোলায়মান শ্বশুর শেখ মো. জহিরুল ইসলামের বাড়িতে আসেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগ-বিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে সোলায়মান ক্ষিপ্ত হয়ে ঘরের দরজার লাঠ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকলে জহিরুলের মাথা ফেটে যায়। এসময় বাবাকে রক্ষা করতে গিয়ে মাহামুদাও মারধরের শিকার হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে খুন জখমের ভয় দেখিয়ে সোলায়মান ঘটনা স্থল থেকে চলে যান।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদস্য সোলায়মানের স্ত্রী ও অভিযোগকারী মাহামুদা বলেন, এ ঘটনার পর বাবাকে সোমবার (১১ জুলাই) রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, সোমবার থানায় গিয়ে ওসির কাছে লিখিত অভিযোগটি দিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। তবে এখনও এ বিষয়ে কিছু জানায়নি থানার ওই কর্মকর্তা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।