মাসুমা জাহান, বরিশাল ব্যুরোঃ
প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এশাম মাহফুজ (১৩)। রবিবার (০৫ জুন) সকাল সাড়ে ৮ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। এশাম ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম সাগরের ছেলে।
এশামের পরিবার জানায়, সকালে শহরের কামারপট্টি সড়কে জাকির হোসেন নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় এশাম। এর পর থেকে সে নিখোঁজ হয়। ওই শিক্ষকের কাছে যোগাযোগ করা হলে, তিনি জানান এশাম পড়তে আসেনি। পরে স্কুল ও আত্মীয় স্বজনদের বাসায় খবর নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বিগ্ন তাঁর পরিবার। এশাম ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী। তাঁর রোল নম্বর ৭।
এশামের বাবা শহিদুল ইসলাম সাগর বলেন, নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পরে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এশামের মায়ের কাছে ফোন আসে। ফোনে এশামের কান্না করার শব্দ পাওয়া গেছে। পরে ফোনটি কেটে দেওয়া হয়। এর পর থেকে ওই নম্বরে কল দিলেও ফোন ধরেনি কেউ।এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।