মাসুমা জাহান,বরিশাল ব্যুরো: ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ফিল্মি স্টাইলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার(৩০ জুন) বিকেলে ঝালকাঠি শহরের শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম ফজলুল করিম। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর দাবি, ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছেন।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুল করিম বলেন, তাঁর কাছে পিটিআইয়ের প্রশিক্ষণ ভাতার ৩৮ হাজার টাকা ছিল। এ ছাড়া তিনি ইসলামী ব্যাংক থেকে আরও দুই লাখ টাকা তুলেছিলেন। টাকা নিয়ে তিনি জেলা শহর থেকে অটোরিকশা যোগে নলছিটির খুলনা গ্রামে যাচ্ছিলেন।
পথে ঝালকাঠি শহরের শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেট কার অটোরিকশার গতি রোধ করে। এ সময় ডিবি পুলিশের মতো পোশাক পরা তিন যুবক অস্ত্র দেখিয়ে তাঁকে জোর করে ওই প্রাইভেট কারে তুলে নেয়।
ফজলুল করিম বলেন, গাড়িতে উঠানোর পরই তাঁর চোখ, মুখ বেঁধে দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হয়। এরপর ওই যুবকেরা তাঁকে বলেন, তোর নামে হত্যা মামলা আছে। তোর অভিভাবককে ফোন করে দ্রুত ১০ লাখ টাকা দিতে বল। একপর্যায়ে ওই যুবকেরা তাঁকে মারধর শুরু করেন। পরে তাঁর কাছে থাকা ২ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে বরিশালের বারইজ্জারহাট নামক স্থানে তাঁকে ফেলে যান।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আরেফিন ইসলাম বলেন, ওই শিক্ষকের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি মারধরের শিকার হওয়ায় কিছুটা আহত হয়েছেন। তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে যান। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।