বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

ঝালকাঠিতে সব ধরণের যান চলাচল বন্ধ,পথে পথে হয়রানির অভিযোগ-বিএনপির

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশের আগের দিন বিভাগের প্রায় সব জেলায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।জেলা গুলোতে চলছে ঘোষিত-অঘোষিত পরিবহন ধর্মঘট।নৌ ও সড়ক পথে যান চলাচল বন্ধ থাকায় সারাদেশের সঙ্গে বরিশাল ও আশাপাশের জেলা গুলোর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

ঝালকাঠিতে পরিবহন ধর্মঘটে অভ্যন্তরীণসহ সাতটি রুটে আজ শুক্রবার(০৪ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ।চলছে না ঢাকাগামী লঞ্চও।এতে গন্তব্যে পৌঁছাতে না পেরে যাত্রীদের অনেককে অপেক্ষা করতে দেখা গেছে লঞ্চঘাট ও বাস টার্মিনাল গুলোতে।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জানান, মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট চলছে।তবে এ বিষয়ে ঝালকাঠি স্টেশনের লঞ্চ কর্মকর্তাদের কেউ কথা বলতে রাজি হননি।

এদিকে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীরা পথে পথে বাধার সম্মুখিন হচ্ছেন বলে অভিযোগ তুলেছে বিএনপি।আগামীকাল শনিবার বরিশালে বিএনপির পঞ্চম বিভাগীয় সমাবেশ।এর আগে চট্টগ্রাম,ময়মনসিংহ,খুলনা ও রংপুরে বিভাগীয় সমাবেশ করে দলটি।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন,ঝালকাঠি থেকে বরিশালের পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্যাম্প বসিয়েছে। ওইসব স্থানে সবধরনের গাড়ি, অটোরিকশাসহ পরিবহন থামিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের নামিয়ে দেওয়া হচ্ছে।মহাসড়কে নছিমন-করিমন বন্ধের নামে বাস ধর্মঘট হয় তখনই,যখন বিএনপির বিভাগীয় সমাবেশ ডাকা হয়।

এভাবে জনগণের আন্দোলনকে দমানো যাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই এমন হীন অপকায়দার আশ্রয় নিয়েছে।হেঁটে হলেও কমপক্ষে ৩০ হাজার কর্মী-সমর্থক শনিবারের সমাবেশে যোগ দেবে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করেছে জেলা বিএনপি।বাধা দেওয়ার অভিযোগের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, এটা বিএনপির মনগড়া অভিযোগ।আমাদের কোনো প্রকার দলীয় কর্মসূচিও নেই,যাকে পাল্টা কর্মসূচি বলা যায়। মিডিয়ায় খবর বানাতে বিএনপি এমন অযৌক্তিক অভিযোগ করছে।

এদিকে সারাদেশে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়েছে যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।শুক্রবার সকালে শহরের প্রধান প্রধান সড়কে যুবলীগ এবং গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে পৃথকভাবে এ মহড়া দেওয়া হয়। যুবলীগের মোটরসাইকেল মহড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী সৈয়দ মিলন এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।