মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
ঝালকাঠির ধানসিড়ি নদীর তীরের বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ও জেলার ৪ উপজেলায় মাঠ গুলো সরিষা ফুলের হলুদ রঙে রঞ্জিত হয়েছে।তীর ও মাঠজুড়ে শুধু হলুদ ফুল।
সদর উপজেলার সাচিলাপুর গ্রামে ধানসিড়ি নদীর তীরের বেরিবাধ ও বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।জেলা কৃষি বিভাগ সূত্র থেকে জানা গেছে,ঝালকাঠি জেলায় বারি ১৪, বারি ১৬, বারি ১৭, বিনা ৪ ও বিনা ৯ জাতের সরিষার চাষ হয়েছে।
ঝালকাঠি জেলায় এ বছর ৮০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।যা গত ৫ বছরের তুলনায় দ্বিগুণ সরিষার চাষাবাদ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,ঝালকাঠিতে সরিষার আবাদ ভালো হয়েছে।বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে আনন্দের ঝিলিক।
এবার সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে প্রত্যেকটি সরিষা ক্ষেত। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষকদের ও কৃষি বিভাগের।
কৃষি বিভাগ সূত্র জানায়,ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকেরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিসের প্রাপ্ত তথ্যের বরাদ দিয়ে নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
জেলা সদরে সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে নদীর তীর ও মাঠঘাট।দুরন্ত শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ছুটোছুটি করছে।মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।সরিষার ফুলের চারপাশে মৌমাছির আনাগোনা বেড়ে গেছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ধানসিঁড়ি তীরের চাষি সাচিলাপুর গ্রামের কৃষক তৈয়ব আলী বলেন, ‘এবার এক একর জমিতে সরিষা আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আশা করা যায় ফলন ভালো হবে।’
নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের কৃষক আরমান মিয়া বলেন, ‘আমি এক একর জমিতে সরিষার চাষ করেছি।
মাঠে বেশ ফুল ফুটেছে।আশা করছি ফলন ভালো হবে। সরিষায় ধানের চেয়ে অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরের মতো এবারও আবাদ করেছি।
এ ব্যাপারে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঝালকাঠিতে এ বছর চার উপজেলায় ৮০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ৫টি জাতের সরিষার ভালো মানের বীজ ও সার কৃষকের মাঝে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি।সাধারণত মাঘ ও ফাল্গুন মাসে কৃষকেরা ঘরে সরিষা তুলতে পারবে|
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।