শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাত করার অভিযোগে সাবেক স্বামী আটক।

মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

 

মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ

ঝালকাঠিতে রুনা খানম (৩৫) নামের এক স্কুল শিক্ষিকা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় রুনার সাবেক স্বামী আতিকুর রহমান (৪০) তাঁর পথ রোধ করে ছুরিকাঘাত করেন বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা অভিযোগ করেছেন।পরে অভিযুক্ত আতিকুরকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

আহত রুনা খানম ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।আতিকুর রহমান রুনার স্বাবেক স্বামী।রুনা আহত অবস্থায় বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তিনি শহরের রোনালস রোডে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে।আটক আতিকুর রহমান শহরের রোনালস রোডে শিশুস্বর্গ নামের একটি চিত্রাঙ্কন স্কুল পরিচালনা করেন।

রুনার সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,২০২১ সালের জুলাই মাসে আতিক ও রুনার বিয়ে হয়।তবে পারিবারিক কলহের জেরে গত বছরের জুনে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

প্রত্যক্ষদর্শী পথচারী জেসমিন সুলতানা ও বায়জিদ হাওলাদার বলেন,আজ সকালে শহরের রোনালস রোডের বাসা থেকে রুনা রিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন।এ সময় সাধনার মোড়ে রুনার পথ রোধ করে অতর্কিত তাঁর পেট ও বুকে ছুরিকাঘাত করে জখম করেন আতিকুর।এতে গুরুতর আহত হয়ে রুনা মাটিতে লুটিয়ে পড়েন।আতিকুর এ সময় রক্তমাখা ছুরি হাতে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।তবে কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর তিনি ওই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াতের কাছে গিয়ে নিজের দায় স্বীকার করেন।পরে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আতিকুরকে আটক করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুনাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান বলেন,ওই নারীর পেট,বুকসহ শরীরের চার জায়গায় জখম হয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর রক্তচাপ নিচে নেমে গেছে।তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার বলেন, আটকের পর আতিকুর রহমান পুলিশকে বলেছেন, তিনি হত্যার উদ্দেশ্যেই রুনাকে কুপিয়েছেন।আতিকুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন,আতিকুর প্রায়ই রুনাকে উত্ত্যক্ত করতেন।তিনি এ ঘটনায় আতিকুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।