শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ২০/১১/২৩ ইং তারিখে যশোর জেলাধীন ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউপিতে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে, বাংলাদেশ সরকার এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায়, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকারের উপ- পরিচালক (DDLG) জনাব মোঃ রফিকুল হাসান এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আনিস উর- রাহমান, ইউপি সচিব, মোঃ রবিউল ইসলাম, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ নুর হোসেন, ইউপি সদস্য গ্রাম পুলিশ, তিনি গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী পরিচালনা নথি রেজিস্টার আপডেট করার জন্য নির্দেশ দেন। ০ এবং গ্রাম আদালত প্রকল্পে ডিস্ট্রিক্ট ম্যানেজার মহিতোষ কুমার রায় তিনি গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত হয় এ বিষয় বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন গ্ৰাম আদালত সরকারের আইনি আদালত গ্রাম আদালতে নাম মাত্র খরচে ৭৫০০০/ (পঁচাত্তর হাজার টাকা) মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তি করা হয়, গ্রাম আদালতে নারী ও শিশুর সাথ জড়িত থাকলে নারী সদস্যা প্রতিনিধী মনোনয়ন করতে হয়। গ্রাম আদালতে কোনো আইনজীবী প্রয়োজন হয় না, বিচারপ্রার্থী গন নিজের কথা নিজে বলতে পারে তাই ৭৫০০০/(পচাত্তর হাজার টাকার) মধ্যে কোনো ছোটখাটো বিরোধ হলে সকলকে গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তির জন্য বলেন।