শেখ শোভন আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে নদীতে পড়ে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার নিত্যানন্দপুর গ্রামের কুমার নদীতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা খাতুন (৪) পাশের দরিবিন্নী গ্রামের আয়েন উদ্দীনের মেয়ে ইয়াসমিন খাতুন (৫)। ওই দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
স্বজনরা জানায়, আরিফার চাচা আশরাফুল ইসলামের বিয়ে হওয়ার কথা ছিল। এজন্য আরিফার ফুপাতো বোন ইয়াসমিন তাদের বাড়িতে যায়।
শনিবার বিকেলে গায়ে হলুদের পর আশরাফুলের গোসল করানো হচ্ছিল। সেসময় শিশু আরিফা ও ইয়াসমিন কুমার নদীর পাশে খেলা করতে যায়। এসময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয় তারা। পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে নদীতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়া হয়। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাবত পরিস্থিতি বিরাজ করছে।
হরিণাকুণ্ডু চরপাড়া ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নরোত্তম জানান, নিত্যনন্দনপুরে মামাতো বোন আরিফাকে সঙ্গে নিয়ে কুমার নদের পাশে খেলা করতে যায় ইয়াসমিন। এসময় হঠাৎ তারা নদীতে পড়ে যায়। একপর্যায়ে লাশ দুটি ভেসে ওঠে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।