শেখ শোভন আহমেদ,নিজস্ব প্রতিবেদক।
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী এম হারুন অর রশিদ জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চশমা প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত । তবে টেকনিক্যাল ত্রুটি ও শেষ মূহুর্তে ভোটারদের উপস্থিতির কারণে ঝিনাইদহ সদর উপজেলা ভোটকেন্দ্রে ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হয়। এ নির্বাচনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগন ভোটাধিকার প্রয়োগ ও তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। সকল কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঝিনাইদহের ছয়টি উপজেলার ছয়টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ৯৫৪, ভোটকেন্দ্র ৬টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৪৩, মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪১, বাতিলকৃত ভোটের সংখ্যা ০২, মোট অনুপস্থিত ভোটার সংখ্যা ০৭ জন।
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ২জন ও সাধারণ সদস্য হিসেবে ৬জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-১ এ অনিতা বিশ্বাস টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭৮ ভোট। সংরক্ষিত মহিলা আসন-২ এ আনোয়ারা খাতুন পেয়েছেন ১৬৩ ভোট। সাধারণ সদস্য হিসেবে সাধারণ আসন-১ এ মুক্তার আহমেদ মৃধা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট। সাধারণ আসন-২ এ মোঃ আলাউদ্দিন অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। সাধারণ আসন-৩ এ মোরাদিম মোস্তাকিম মনির ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৫০ ভোট। সাধারণ আসন-৪ এ দুইজন প্রার্থী সমান ৭৯ ভোট পাওয়ায় রিটার্নিং অফিসার ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সামনে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন মোঃ জসিম উদ্দিন সেলিম। সাধারণ আসন-৫ এ রাজিবুল কবির তালা প্রতীকে পেয়েছেন ২৭ ভোট। সাধারণ আসন-৬ এ মোঃ লিটন বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১৪৩ ভোট।
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব মনিরা বেগম এ তথ্য নিশ্চিত করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।