শেখ শোভন আহমেদ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ পৌরসভার বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। বুধবার দুইটি চেকের মাধ্যমে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম এই টাকা পরিশোধ করেন। তথ্য নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ পৌরসভার রাস্তার বাতি ও পানির পাম্পের বিল বকেয়া ছিল। এ নিয়ে ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর পক্ষ থেকে মন্ত্রনালয় ও ঝিনাইদহ পৌরসভায় একাধিকবার চিঠি প্রদান করে। বুধবার পৌরসভার ৪২টি একাউন্টের হিসাবমতে সর্বমোট ৮৯ লাখ ৫৬ হাজার ২৬৬ টাকা পরিশোধ করা হয়। এরমধ্যে পানির বিল বাবদ বকেয়া ছিল ৮৭ লাখের বেশি। অন্যদিকে রাস্তার বাতির বিল বাবাদ বকেয়া ১ লাখ ৮৯ হাজার টাকা। বিদ্যুৎ বিল পরিশোধ করায় ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগষ্ট পর্যন্ত ঝিনাইদহ পৌরসভার বিল পরিশোধ করা হয়েছে।