মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সিংহের নন্দন গ্রামে ১৫ই আগষ্টের ব্যানরে স্থানীয় আড়িয়ল ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মিরাজ মাদবরের নাম না থাকায় ব্যানার ছিড়ে ফেলার হুমকি ও ব্যানার সরিয়ে ফেলার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার ২৩ আগষ্ট বিকাল ৫টার দিকে সিংহের নন্দন মাদ্রাসা চৌরাস্তায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন সিংহের নন্দন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান বেপারী, সাবেক সভাপতি হাকিম ঢালী, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আঃ রহিম ঢালী, বঙ্গবন্ধু সৈনিক লীগের আড়িয়ল ইউনিয়ন সভাপতি রাকিব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল মৃধা, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভ বেপারীসহ স্থাণীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
স্থাণীয় নেতৃবৃন্দ বলেন, ১৫ই আগষ্ট দিন আমরা সিংহের নন্দন মাদ্রাসা চৌরাস্তায় মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করি। সে সময় মিরাজ মেম্বার এসে ব্যানারে তার নাম না থাকায় অকথ্য ভাসায় গালিগালাজ করে এবং ব্যানার ছিড়ে ফেলার হুমকি দেয় পরে সকালে এসে দেখি আমাদের এখানে টঙ্গিয়ে রাখা ব্যানার নাই। আমাদের ধারনা মিরাজ মেম্বার রাতের অন্ধকারে ব্যানারটি সরিয়ে ফেলেছে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বেপারী বলেন, ১৫ই আগস্টের দিন আমরা মাদ্রাস চৌরাস্তায় খিচুৃরী পাক করছি। ইউপি মেম্বার ব্যানারে তার নাম না লিখায় সে এখানে এসে কর্কশ ভাষায় গালিগালাজ করছে ব্যানার ছিড়ে ফেলতে চাইছে। পরে ঘটনাস্থলে লাগানো ব্যানরটি আমরা সকালে এসে দেখি নাই।
৬ নং ওয়াড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাকিম ঢালী বলেন, আমি সেদিন তোবারক খাইয়া চইলা যাওয়ার পরে শুনছি ওয়ার্ড মেম্বার আইসা এখানে গালিগালাজ করছে । পরের দিন সকালে এসে শুনি ব্যানার নাই। ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভ বেপারী বলেন ১৫ই আগস্ট আমরা এখানে এসে জানতে পারি মেম্বার তার নাম না থাকায় ব্যানার ছিড়ে ফেলতে চাইছে। সেদিন রাত হতে আমরা ব্যানার পাচ্ছিনা। আমি এ ব্যাপারে মেম্বার এর কাছে বিষয়টি সমাধানের জন্য গিয়েছিলাম তাকে রিকুয়েস্ট করছি কিন্তু সে বসতে নারাজ।
কৃষকলীগ সভাপতি আব্দুর রহিম ঢালি বলেন, আমি ঘটনার সময় ছিলাম না। শুনেছি মেম্বার গালিগালাজ করছে ব্যানার রাতের অন্ধকারে নিয়ে গেছে।
স্থাণীয় ব্যাবসায়ী সবুজ হাওলাদার বলেন, মিরাজ মেম্বার এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আওয়ামী লীগ নেতারা সুষ্ঠুভাবে সেদিন অনুষ্ঠান পরিচালনা করছে । সে সময় মিরাজ মেম্বারের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। সকালবেলা এসে দেখি এখানে ব্যানার নাই আগামী বছর পর্যন্ত এখানে থাকবে বলে আমরা ব্যানারটি টঙ্গিয়ে রাখছিলাম।
এ ব্যাপারে জানতে স্থাণীয় ইউপি সদস্য মিরাজ মাদবরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেদিন আমার এলাকার অনেক মানুষ খিচুরী পায়নি। আমি বিষয়টি জানতে ঘটনাস্থলে গিয়েছিলাম । আমি ব্যানার ছিড়ার কোন হুমকি দেইনি এমনকি ব্যানার সরাইনি। আমিও আওয়ামী লীগ করি আমি ওই ওয়ার্ড সদস্য।