মোঃ লিটন মাহমুদ মুন্সিগঞ্জঃ
শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় টঙ্গীবাড়ীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে
টঙ্গীবাড়ী উপজেলার পুরা দূর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের মাঠ
প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন ,পুরা দূর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম,মো: রফিকুল ইসলাম,মো: নূরুল আমিন মাদবর,মো: ওহাব মোল্লা,মো: আবু তালেব শেখ
মো: সিরাজ ভুইয়া সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।
সরজমিনে গিয়ে দেখা গেছে,বই উৎসবে যোগ দিতে সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর হাতে।
নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও। অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।