মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এই ঘটনা ঘটে।
সম্মেলন চলাকালীন হঠাৎ করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে সম্মেলনের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে জেলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও হল রুমে উত্তেজনা বিরাজ করে। সম্মেলন ২য় পর্ব শুরু হলে আবার শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রয়নে আসলে নেতা কর্মিরা চলে যায় সদরের কলেজ রোডে আওয়ামী লীগ দলীয় ও সৈয়দ টাওয়ারের সামনে
সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরে টাংগাইলের নেতারা স্বেচ্ছাসেবক লীগের কমিটির ঘোষণা ছাড়াই টাংগাইল চলে যায়।