সুনামগঞ্জ, প্রতিনিধিঃ
রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের নির্দেশনায় ডিহিভাটি ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিস কুমার চক্রবর্তীর নেতৃত্বে গোলাবাড়ি, রামসিংহপুর ও রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জানা গেছে, জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে বেশ কয়েকটি জেলেরূপী দুর্বৃত্তের দল বৃহস্পতিবার সকাল থেকে কারেন্ট জাল, চায়না ও কোনা জাল দিয়ে মাছ লুটে নামে। খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নির্দেশে ডিহিভাটি ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিস কুমার চক্রবর্তীর নেতৃত্বে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম, গোলাবাড়ি, রামসিংহপুর ও রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া জলমহালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।