শহীদুল ইসলাম সোহাগ, টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামীরা সবাই পলাতক।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. একরামুল হুদা।
জানা গেছে, ২০০৩ সালে টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় সাড়ে ৯ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে একই এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল আলম, জালাল আহমেদের ছেলে হেলাল উদ্দিন, কলিমের ছেলে মমতাজ মিয়া ও আবুল কাশেমের ছেলে নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর একরামুল হুদা জানিয়েছেন, ঘটনার পর দীর্ঘ বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত রায় দেয়। রায়ে আসামী নুরুল আলম, হেলাল উদ্দিন ও মমতাজ মিয়াকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসাথে আসামীদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ওই মামলার আসামী নুর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তিনজই পলাতক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।