শহীদুল ইসলাম সোহাগ,টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফে ২ মরদেহ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় কখনো মিলেনি।
সূত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্পের ডি ব্লগের ৭৪৩ শেড নং রুম নং ০৫ এর বাসীন্দ মোহাম্মদ তৈয়বের পুত্র নুর কামাল (২১) বিষ পান করে।
পরে অবস্থা বেগতিক হলে স্থানীয় মোচনী রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখান থেকে পুলিশ উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসেন।
অপর দিকে একই রাতে টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে বাহার ছড়া ইউনিয়নের শিলখালীতে প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যক্তি ঘটনা স্থলে নিহত হয়। তাকেও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে টেকনাফ মডেল থানায় নিয়ে আসেন। তবে এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, অজ্ঞাত লাশ টি কে নিহত কারী সে ঘাতক গাড়ি চালক কে গাড়ি সহ আটক করেছি। এবং রোহিঙ্গা ব্যক্তিকে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।