মোঃ আশিকুর সরকার(রাব্বি)-স্টাফ রিপোর্টারঃ
আবারো ট্রেন কন্ট্রোলাররা পূর্বের সকল সুবিধা বহাল ও স্থায়ী সমাধানের দাবিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীল কমিটি। আগামীকাল ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করবেন তারা। ফলে সারা দেশে চলাচল করা ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে লেখা এক আবেদনে বলা হয়, গত ২৫ নভেম্বর কন্ট্রোলারদের পূর্ব নির্ধারিত কর্মবিরতি প্রোগ্রামের প্রেক্ষিতে ২৪ নভেম্বর রাতে জিএম (পূর্ব ও পশ্চিম), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা এবং মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা কন্ট্রোলারদের সাথে একাধিকবার টেলিফোনে কথা বলেন এবং এবিষয়ে কাজ করার জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এর প্রেক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তাগণ বিশেষ করে মহাপরিচালকের সম্মানার্থে এবং তাঁর অঙ্গীকারের প্রতি পূর্ণ আস্থা রেখে কন্ট্রোলাররা ৩ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করেন।
কিন্তু পরিতাপের বিষয়, এখন পর্যন্ত রেলভবন থেকে এরকম কোন উদ্যোগ বা আলোচনা এ পর্যন্ত দৃশ্যমান হয়নি। কন্ট্রোলারদের পক্ষ থেকে এ ব্যাপারে যোগাযোগ করা হলে, কোন আশ্বাস না পাওয়ায় আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অফিস প্রজ্ঞাপন জারি করা না হলে ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই কর্মবিরতিতে যাবে।
উল্লেখ্য, বিষয়টি নিষ্পত্তির বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি প্রতীয়মান না হলে ৪ তারিখ বুধবার সকাল ৯টা থেকে রেলওয়ের সকল কন্ট্রোল অফিসে কর্মবিরতি পালন করা হবে। এর ফলে ট্রেন চলাচলে বিঘ্ন বা সিডিউল বিপর্যয় ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে, ট্রেন কন্ট্রোলাররা এর দায়ভার বহন করবে না।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।