মোঃ শফিকুল ইসলাম,
ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপ)’ প্রদানের জন্য সংস্কৃতি, কবিতা, শিক্ষা, গীতিকবিতা, সম্পাদনা, সংগঠন ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপ)’। গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় একাডেমি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:
১. মোঃ মোশাররফ হোসেন মুছা (সংস্কৃতি),
২. রৌনকা আফরুজ সরকার (কবিতা),
৩. অধ্যাপক মোঃ শাহ্জাহান শাজু (কবিতা),
৪. বেলাল আহমেদ (শিক্ষা),
৫. সৈয়দ তৌফিক কামাল (গীতিকবিতা),
৬. গোলাম মোস্তফা ছিদ্দিকী (কবিতা),
৭. সৈয়দা হাবিবা মুস্তারিন (কবিতা),
৮. রশিদ আহমদ (সম্পাদনা),
৯. তাসনোভা তুশিন (সংগঠন),
১০. মিতু ইসলাম (সংস্কৃতি),
এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (২য় ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৭ টি শাখায় এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’
উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় এরই ধারাবাহিকতায় ‘ডাক বাংলা লেখক পুরস্কার (দ্বিতীয় ধাপ) প্রদান করা হয়
© All rights reserved © 2022 Sumoyersonlap.com