নিজস্ব প্রতিনিধি ঃ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী ।
ড্রিমার্স ওয়ার্ল্ড আয়োজিত মেলা ণারী উদ্যোক্তাদের নিয়ে মেলা করেছেন, এমন তিনজন ণারী, যারা সফলতার সাথে এগিয়ে যাচ্চে, আরো ণারী নিয়ে,
ড্রিমার্স ওয়ার্ল্ড প্রতিষ্ঠানের,আকিকুন নাহার আখিঁ ,স্বপ্না আফরোজা , শাহনাজ পারভীন শ্যামলী, সফল ণারী উদ্যোক্তা, দেশে এবং বিদাশে সুনাম আছে, সমাজে কাজ করে যাচ্চে আরো সমাজের ছোট ছোট ণারী উদ্যোক্তাদের কে নিয়ে, তাদেরকে সফালতা এনে দিবার জন্য , তারাও এ তিনজন সফল ণারী অভিভাবকে পেয়ে খুশি এবং আনন্দিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, সফল ণারী নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করে চলছে, আজকের ণারী, নিজেদের হাতে তৈয়ারি করে, নিজে মেলা উপস্থিত থেকে গ্রাহকের হাতে তুলে দিতে পেয়ে, অনেক আনন্দ পেয়েছে, সকল কাস্টমার ছিলো ণারী, কাস্টমার ভালো ভালো খাবার ও জিনিস পেয়ে খুবই আনন্দিত, এবং কাস্টমার উৎসাহিত করেছেন নারী উদ্যোক্তাকে , ণারী স্বালম্বী হওয়ার জন্য কাজ করে যাচ্চে। সফলতার অনেক সন্মানীত ণারী আছেন তাদের মধ্যে থেকে কিছু সন্মানীত ণারী নাম এসেছে ,
তারা হলেন ঃ সাইম সাথী রুমি, শীউলি রুবিয়া ইসলাম , জেসমিন আফরিন ইমু , ফেরদৌসী আক্তার রাত্রী , নাজমুন নাহার, সহ আরো অনেক ণারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।
মেলা অনুষ্ঠান হয়েছে, আকিকুন নাহার আখিঁর বাড়ীতে, বিনা রেজিষ্ট্রেশন, উওরা ৯ নং সেকেন্ড ৩ নং রোড, ১৫ নং বাড়ী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।