এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
দেশের ঢাকা টংগি তুরাগ নদীর তীরবর্তী মাঠের বিশ্ব এজতেমা প্রতিবছরের ন্যায় এবছরেও এজতেমায় মুসলমানদের জনবহুল এক গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহর মেহেরবানী ও দিদার লাভের জন্য ৩ দিন উপোষণায়র প্রথম দিন ১৩ শুক্রবার হইতে ১৪- ও ১৫ তারিখ রবিবার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মুসল্লী গন সারাক্ষণই জিকীর, নামাজ দ্বিনি আলোচনায় মসগুল রয়েছে । দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবছর ১০ গুণেরও বেশি মুসল্লীর আগমন ঘটেছে । এতে ধারনা করা হচ্ছে ২ কোটিরও বেশি ধর্ম প্রাণ মানুষের উপস্থিতি হতে পারে। এতে এজতেমা মাঠ ছাড়াও পাশের বিভিন্ন এলাকার প্রায় ১০ কিঃ মিটার এলাকা জুড়ে দলে দলে জামাতি চড়িয়েছে। নিজ নিজ থামবোতে আল্লাহর উপোষণায় অবস্থান করছেন, সৃষ্টি কর্তা তৃভোবনের মালিক প্রভুর দ্বিধার লাভের আশায় । জনবহুল মাঠে আল্লাহর বান্দা ও রাসুলের আশেকে মুসল্লী গন এবাদতে জয়লাভের শুদ্ধতাকরনের একমাত্র পানির সংকটে ভুগছেন। বিশুদ্ধ পানির চাহিদার যোগান দিতে না পারায়, অজু, গোসল করতে বোতল জাত পনিয় ব্যবহার করতে হচ্ছে। মুসল্লী গনের বিশুদ্ধ পানির দুর্ভোগ কিছুটা লাগবের লক্ষ্যে, শনিবার সকাল থেকে আশপাশের বাসাবাড়ির সাপ্লাই পানির লাইন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সরকারের কতৃপক্ষের নজরদারি খুবই জরুরি, মুসলমানদের জনবহুল ইজতেমা মাঠের এবাদতখানা সকল ধরনের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দেশবাসীর জোর দাবী জানাচ্ছেন। এছাড়াও বিশ্বের ১০৬ টি বিভিন্ন দেশের মুসল্লী গন অংশগ্রহণ করেছে।