প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৪, ১১:৫১ এ.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
শুক্রবার সকাল থেকেই কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে দাউদকান্দি, কুমিল্লা, ইলিয়টগঞ্জ রুটে ভয়াবহ যানজট দেখা যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনদিনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চালকরা। এ ছাড়া নির্বাচনের কারণে ট্রাক-লরি চলাচলে বিধিনিষেধ থাকায় আজ ট্রাক লরির চাপ বেশি।
ভুক্তভোগী যাত্রীরা জানান, একদিকে নির্বাচন অন্যদিকে হরতাল। এ ছাড়া দুইদিন বন্ধ থাকায় ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের পাশাপাশি প্রাইভেট যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com