আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় ঢাকা টাইমস’র ১ যুগ পুর্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে দৈনিক ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মো. নজরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রাজীব, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঢাকা টাইমস এর নিজস্ব প্রতিবেদক মো. হোসেন আলী।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, হৃদয় বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক সুব্রত হালদার, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এখন মুহূর্তের সব ঘটনা জানতে চায় মানুষ। আজকের ঘটনা আগামীকাল পত্রিকার পাতায় কেউ দেখতে চায় না। অনলাইন পত্রিকাগুলোর মাধ্যমে ঘটনার সর্বশেষ পরিস্থিতি ও ভিডিও চিত্র দেখতে পান পাঠকরা। সে কারণে প্রিন্টের চেয়ে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা এখন বেশি। পাঠকের কথা ভেবেই ২০১৩ সালে ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কম'র যাত্রা শুরু হয়, এক যুগে প্রিন্ট ও অনলাইন ভার্সনে ঢাকা টাইমস অভাবনীয় সফলতা অর্জন করেছে, ঢাকা টাইমস এর জন্য শুভ কামনা। অনুষ্ঠানের মধ্যেভাগে সংগীত শিল্পী চৈতালি মুখার্জীর মনোমুগ্ধকর গানে অনুষ্ঠানে যোগ হয় অন্যান্য মাত্রা।
আলোচনা সভা শেষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ অনুষ্ঠানের আয়োজনর সমাপ্ত হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসাইন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।