মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়েতে হাসারা ওভার ব্রিজের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজনের আহত হওয়ার খবর পাওশা গেছে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান রিবেন জানান,শুক্রবার ভোর ৩টায় শ্রীনগরের হাসারা ওভার ব্রিজের উপরে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে যেয়ে, মিরাজ (২৫) মৃত অবস্থায় পেয়ে হাসারা হাইওয়ে পুলিশের এস আই বেলালের নিকট হস্তান্তর করা হয় আহত একটি মেয়ে অজ্ঞাত( ১৮) কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়, তবে আমাদের উদ্ধার কর্মীরা মোটরসাইকেলের কোন হদিস পায়নি এব্যাপারে হাসারা হাইওয়ে পুলিশের এস আই বেলাল বলেন, আমরা হাসারা ওভার ব্রিজের ওপরে সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নিহত মিরাজকে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের কাছে হস্তান্তর আমরা দুর্ঘটনা পতিত্ব মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে আসি ও আহত মেয়েটির পরিচয় পাই মেয়েটির নাম নুসরাত জাহান মিম তার বাড়ি মৌলবীবাজারে আর নিহত মিরারজের বাড়ি ঢাকার আগার গায়ে বলে জানা গেছে।