তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন, কাঁকশিয়ালী’র ২০২৩-২৪ কার্যনিবার্হী কমিটির সভাপতি হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের হাফিজুর রহমান (হাফিজ) ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কাজী আহসান হাবীব (রাব্বি) কে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, অপরাজেয় বাংলার পাদদেশে ২৪ জুলাই ‘কাঁকশিয়ালী’র সদস্যদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের প্রচার সম্পাদক ও সহকারী প্রক্টর এবং কাঁকশিয়ালী’র প্রতিষ্ঠাতা কাজী ফারুক হোসেন।
আরো উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক ফিল্ড অফিসার শেখ শাহ আলম প্রমুখ।
প্রতিষ্ঠাকালীন সভাপতি আনিম ইরতিজা শোভন এবং সাধারণ সম্পাদক শেখ শাহ আলম, সদ্য বিদায়ী কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক শেখ নাসিমা ইসলামের সুপারিশক্রমে কাঁকশিয়ালী’র প্রতিষ্ঠাতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে হাফিজ ও রাব্বিকে অনুমোদন দেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন শেখ আব্দুল্লাহ আল মামুন।