আলী আজীম,মোংলা (বাগেরহাট):
তরী বীজে মোংলার জয়খাঁ গ্রামে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ৭/৮ কেজি ওজন হয়েছে। আশা করছি ১০/১২ কেজি ওজন হবে। ২৯ হেক্টর জমিতে ১২২জন কৃষক তরমুজ চাষ করেছে। ১ বিঘা তরমুজের ক্ষেত ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তরী বীজ লাগানো এবং কৃষি অফিসের সাজেশনে তরমুজ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। রবিবার (২ এপ্রিল) সকাল ১১টাং মোংলার জয়খাঁ গ্রামে উপজেলা কৃষি অফিস ও তরী সীডস কোম্পানির আয়োজনে তরমুজ চাষিদের মাঠ দিবসে বক্তারা একথা বলেন।
অনুষ্ঠিত মাঠ দিবসে স্থানীয় ইউপি সদস্য মন্মথ বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখনে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরমা রানী সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: নূর আলম শেখ ও সুব্রত বৈরাগী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরী সীডস কোম্পানির ম্যানেজার তানভীর আহমেদ, উপসহকারি কৃষি কর্মকর্তা মো: সেলিম আহমেদ, কৃষক নেতা শেখ শাহনেওয়াজ, তরমুজ চাষি সুজিত মন্ডল, অশোক ঢালী, সিদ্ধার্থ শংকর প্রমূখ।
মাঠ দিবসে কৃষি কর্মকর্তা পরমা রানী সাহা বলেন কৃষি অফিসের পক্ষ থেকে তরমুজ চাষিদের প্রয়োজনীর পরামর্শ দেয়ায় এবং উন্নত তরী বীজ লাগিয়ে চাষিরা বাম্পার ফলন পেয়েছে। তরমুজ চাষি সুজিত মন্ডল বলেন প্রথমবারের মতো তরী বীজ লাগিয়ে বাম্পার ফলন পেয়েছি। তরমুজ ৭/৮ কেজি হয়েছে। আশা করছি বাকী সময়ের মধ্যেই ১০/১২ কেজি হবে। তরমুজ চাষি অশোক ঢালী বলেন তরী বীজ খুবই উন্নত মানের বীজ। তরী বীজে এবার জয়খাঁ গ্রামে তরমুজের বাম্পার ফলন হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সেলিম আহমেদ বলেন জযখাঁ গ্রামে তরমুজের বাম্পার ফলনে এবার এক বিঘার ক্ষেত ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তরী সীডস কোম্পানির ম্যানেজার তানভীর আহমেদ বলেন মোংলার জয়খাঁ গ্রামে তরমুজ চাষিরা কাংখিত বীজের সংকটে ভুগছিলেন। আমরা তরী বীজ চাষিদের সরবরাহ করে প্রমান করেছি উন্নত বীজের কোন সংকট নেই। মাঠ দিবসের আলোচনা সভা শেষে তরমুজ চাষিদের অংশগ্রহণে র্যালি বের হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।