সময়ের সংলাপঃ-
আজ সেই অমর একুশে, মহান ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
কালিগঞ্জের তারালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে পালন হল রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারুক হাসান মধু।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মদ আলী সরদার ।সহঃশিঃ মিজানুর রহমান, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, শশাঙ্ক শ্যামল মন্ডল, শাহরিয়ার, ফারুক হাসান সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ
এবং টি জি পি ব্লাড ব্যাংকের সভাপতি মারুফ হোসেন।
শতাধিক ছাত্রদের উপস্থিতি তে তারালী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ দের সরণে ১ মিনিট নিরবতা পালন করে। অমর ২১ শে পালন করে।