নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার তালায় জেয়ালা নলতায় গভীর রাতে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক জমি জবর দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। উক্ত জমি নিয়ে তালা সহকারী কমিশনার (ভূমি) দপ্তরে মামলা চলমান থাকা সত্বেও প্রতিপক্ষর এহন কর্মকান্ড হতবাক এলাকাবাসী।
গত ইং ১৬ ই এপ্রিল গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের জেয়ালানলতা গ্রামের বিশ্বরজ্ঞন সাহার(বিশ্বেশ্বর সাহ),র পৈত্রিক ও ক্রয়কৃত জমি এলাকার সন্ত্রাসী বাহিনীর সদস্য ও এলাকার ত্রাস ছবেদ আলী নিকারী, রিয়াজুল নিকারী,কাদের নিকারী সহ ২০/২৫ জন অজ্ঞাত গু-া বাহিনী নিয়ে জমি জবর দখল করেন ।
ভুক্তভোগী বিশ্বরজ্ঞন সাহা জানান, আমার পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জেয়ালানলতা মৌজার যার এসএ খতিয়ান নং-১৭০/১ এর ১২৩৩ সাবেক দাগের ৯ শতক জমি বিগত ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। যাহার ৩০ ও ৩১ ধার আমার নামে লিপিবন্ধ রহিয়াছে। এবং উক্ত জমির খাজনা দাখিলা ২৪ সাল পর্যন্ত প্রদান করা আছে সরকার বাহাদুরের কাছে। তদত সত্বেও প্রতিবেশী মৃত জাফর আলির পুত্র ছাবেদ আলী নিকারী গং কিছুদিন আগে একটি ভুয়া দলিল দেখিয়ে জমির দাবি করে থানায় অভিযোগ দায়ের । থানা পুলিশ তদন্ত ও শালীস অন্তে তাদের কোন কাগজ পত্র না থাকায় অভিযোগটি খারিজ করে দেন। পরে প্রতিপক্ষরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর ১৫০ ধারার বিধানমতে সৃষ্ট ১৪৩ ও ১১৭ ধারায় একটি মামলা দায়ের করেন।সেই মামলার শুনানী বা নিষ্পর্তি এখনও হয়নি।
এমত অবস্থায় প্রতিপক্ষরা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দায়ের বোরে সন্ত্রীসী বাহিনী দ্বারা গত ইং ১৬ /০৪/২০২৩ তারিখে রাতের আধারে আমার জমি দখল করে এবং ছোট একটি কুড়ে ঘর নির্মাণ করে।
আমি ও আমার ভাই সকালে লোক মারফত জানতে পেরে জমির অবস্থা দেখিতে যায়। এসময় জবর দখলকারী ছবেদ নিকারী গং দেশীয় অস্ত্র দেখিয়ে মারতে উদ্যত হয়। আমি সংখ্যালুঘ পরিবারের সদস্য ও ওদের মতন সন্ত্রাসী বাহিনী না থাকায় প্রাণের ভয়ে স্থান ত্যাগ করে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গকে অবহিত করে থানায় অভিযোগ করি।
প্রতিবেশী সুখীরণ বিবি(৬০) সহ নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা বলেন,এ জমি বিশ্বরজ্ঞন সাহার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পর্তি।তারা দীর্ঘ চল্লিশ বছরের অধিক সময় ধরে এই জমি ভোগ দখল করে আসছেন।কিন্ত হঠাৎ গতকাল সকালে দেখি মৃত জাফর আলী নিকারীর ছেলেরাসহ বাইরের অপরিচিত লোকজন নিয়ে গায়ের জোর দেখিয়ে দখল করে একটি ঝুপড়ি ঘর নির্মাণ করেছে ।তারা কোন বুনিয়াদে জমি দখল করেছে সেটা আমরা জানি না।
এবিষয়ে দখলকারী ছবেদ আলী নিকারীর ভাই রিয়াজুল ইসলাম নিকারীর বলেন,আমি কিছুদিন আগে আমার বাবার নামে একটি দলিল পাই।সেই দলিল বুনিয়াদে থানায় অভিযোগ করি। এছাড়া আমার আর কোন কাগজ না থাকায় থানা থেকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ১৫০ ধারার বিধানমতে সৃষ্ট ১৪৩ ও ১১৭ ধারায় একটি মামলা করি।যা এখনও চলমান রয়েছে।
কিন্ত রাতের আধারে জমি দখল করার কথা জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বলেন,আমি রাতের আধারে জমি দখল করেছি।তো কি হয়েছে?আমাদের জমি আমরা দখল করেছি।
তালা অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জমি জায়গার বিষয় আদালত নিষ্পর্তি করিবেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।