মোঃ জমির উদ্দিন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের রফিউদ্দীন শেখের ছেলে আমিরুল শেখ (৩২)নামের এক চা-দোকানদারকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, গত শুক্রবার (২৮ জুলাই) অনুমান সকাল দশটায় হরিহরনগর আদর্শ যুব সংঘ ক্লাবের সামনে আমিরুলের চা-দোকানে এ ঘটনা ঘটে।
আমিরুল শেখ আহত সে একজন চা-দোকানদার তার কাছ থেকে ঐ এলাকার আবুল হোসেনের ছেলে রশিদ শেখ (২০) তিন হাজার পাঁচশত টাকার মালামাল নেয়। টাকা পরিশোধের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টাকা না দেওয়ায় শুক্রবার সকালে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় টাকা চাওয়ায় রশিদ শেখ, দোকানদার আমিরুলের উপর রাগানি¦ত হয়ে পরে বাসা থেকে ধারালো অস্ত্র এনে কুপিয়ে পিঠে হাড় কেটে রক্তাক্ত জখম করে।
আমিরুল শেখ জানান পাওনা টাকা চাওয়ায় রশিদ শেখ আমার দোকানের চা বিক্রয় করা সার-সরঞ্জাম ভাংচুর করে ও দোকানের ক্যাশবাক্সের ডালা খুলে বাক্সের মধ্যে রক্ষিত নগদ তিন হাজার দুইশত টাকা লুট করে ।
তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে যার নং; ১১/১৪৬। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।