মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমান, প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ
সাতক্ষীরা তালায় হতদরিদ্র পরিবারে উপার্জনের কেউই নেই, এতদিন শ্রমবিক্রি করে সংসার চললেও হিমশিম বর্তমানে অন্যের দয়ায় বেঁচে থাকতে হয়। কোনদিন খাওয়া জোটে, কোন দিন জোটে না। বয়স্কভাতা কিংবা প্রতিবন্ধিভাতা কোনটাই কপালে জোটেনি আজ পর্যন্ত। নিজস্ব কোন ঘরবাড়ীও নেই, তাই বিলধারের অন্যের জমিতে খোলা আকাশের নীচে আলগা গাছ তলায় অন্ধ স্ত্রী কে নিয়ে বসবাস ৬২বছরের বৃদ্ধ গফ্ফার মোড়লের।
এভাবেই বর্ণনা দিচ্ছিলেন, তালা উপজেলার বারুইহাটি গ্রামের মৃত এজহার আলী মোড়লের ছেলে ৬২বছরের বৃদ্ধ গফ্ফার মোড়ল ও তার অন্ধ স্ত্রী রওশানারা বেগম (৫৭)। দুজনেই বয়সের ভারে আজ নূজ্য-অচল ! তিনি আরও জানান, শীতের মধ্যি ছাপড়া ঘরে থাকতি থাকতি আরও পীড়িত হয়ে যাচ্ছি। সম্পদ বলতে নিজের কোন জমি-জায়গা নেই। এতদিন বোনের আশ্রয়ে মাত্র দু শতক জমির উপর মাটির ঘরটিতে বসবাস করে আসছিলাম। কিন্তু সম্প্রতি সেটিও ভেঙ্গে পড়েছে, টাকার অভাবে মেরামত করা হয়ে ওঠেনি। শরীর ভালো থাকলে কাজ করে খেতাম, কিন্তু দিন দিন অসুস্থ্য হয়ে পড়ায় এখন কাজ করার শক্তি নেই শরীরে। সরকারী কোন সহযোগীতাও পাইনে আমরা। মেম্বর-চেয়ারম্যান কেউই খোঁজও নেয়না। একমাত্র মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে, বৃদ্ধ বয়েসে দেখাশোনারও কেউ নেই। ‘‘প্রধানমন্ত্রী অনেককে তো ঘরদিলো,আমার একটা ঘর দিলে শেষ বয়েসে থাকতি পারতাম।
সরজমিনে গিয়ে দেখা যায়, বারুইহাটি পশ্চিম পাড়ার গফ্ফার মোড়ল (৬২) তার অন্ধ স্ত্রী রওশানারা বেগম (৫৭)কে নিয়ে বিলধারের বাঁশতলায় অন্যের জায়গার উপর জরাজীর্ণ ঘুপড়ী ঘরে মানবতার জীবন-যাপন করছেন। রান্নার কালিঝুলির পাশাপাশি রান্নার আগুনের দূর্ঘটনার আশংকায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বৃদ্ধ দম্পত্তির থাকা-খাওয়া সবই এটুকু জায়গায়।
গফ্ফার মোড়লের স্ত্রী রওশানারা বেগম চোখে দেখতে পাননা, তিনি বলেন, কখন যে ঝড়-বাতাসে ঘরটি ভেঙ্গে পড়ে, সে জন্য রাতেও ঘুমাতে পারিনা। শুনেছি, জায়গাজমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়, তিনি শেষ বয়েসে একটি ঘর পাওয়ার আকুতি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, বৃদ্ধ গফ্ফার মোড়ল আসলেই একজন অসহায় লোক, সে যে ঘরটিতে থাকতো সেটি অন্যের বা ভেঙ্গে পড়েছে, তা আমার জানা নাই। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।