মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি, তালা সাতক্ষীরঃ
পাইকগাছা তালা-কপিলমুনি সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহতসহ ৩ জন মারাত্নক ভাবে আহত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।দূর্ঘটনাটি ঘটেছে সকাল ১০,৩০মিনিটের দিকে।
নিহতরা হলেন তালার, গঙ্গারামপুর গ্রামের দলিল উদ্দিন খাঁ’র স্ত্রী সাহিদা বগম (৬০) ও পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামর ছেলে সবুজ (২৫)।
আহতরা হলেন, তালা উপজেলার নলতার করিম খাঁনের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুর হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০),জালালপুর গ্রামের ইসলাম মোড়লের স্ত্রী ইতি বেগম(২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টা জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মটর ভ্যান কপিলমুনির দিক যাওয়ার সময় পিছন থেকে বাসটি মটর ভ্যানের পিছন দিক থেকে ধাক্কা দিলে ভ্যান এর চালক ও আরাহীরা রাস্তার উপর এলোমেলো ছিটক পড়ে। এরপর বাসটি সাহিদার গায়ের উপর দিয় চলে গেলে ঘটনাস্থল তার মৃত্যু হয়। পর সাতক্ষীরা মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় নিহত সাহিদার নাতি সবুজ (২৫) মত্যুবরণ করেন। বাকি আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।