মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক

তালার আরিফুল ইসলাম বাবলু বিদেশে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

মোঃ জমির উদ্দীন,ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ

ভালো বেতনে বিদেশে চাকরি দেওয়ার নাম করে খুলনা, যশোর সাতক্ষীরা, ঢাকা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের শতাধীক মানুষের কাছ থেকে প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আরিফুল ইসলাম বাবলু নামের এক প্রতারক। প্রতারক আরিফুল ইসলাম বাবলু সাতক্ষীরা তালা উপজেলার বারুইহাটী গ্রামের আব্দুল কাদের মালীর ছেলে।

এমন ঘটনায় একাধীক অভিযোগ সহ তালা থানায় একটি নিয়মিত মামলা রয়েছে প্রতারক বাবুর বিরুদ্ধে। বর্তমানে সে পলাতক থেকে সম্প্রতি আবারও বিদেশে পাঠানোর কথা বলে খুলনা পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন ও সাতক্ষীরা তালা উপজেলার অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে কাজের ভিসায় দুবাই চাকরি কথা বলে ভ্রমণ ও জাল ভিসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

ভ্রমণ ভিসায় প্রতারিত হয়ে দুবাই ফেরত যুবক পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের অহিদুল ইসলাম জানান, হরিঢালী এলাকার ১৫ জনকে ভালো বেতনের কথা আরিফুল ইসলাম বাবলু দুবাই নিয়ে যায়। সেখানে একটি বদ্ধ ঘরে আমার মতো আরও ৩৫ জনকে আটকে রাখে। সকলের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেয়।

আমরা কেউ জমি,গরু,বাড়ি বিক্রয় ও এনজিও থেকে সুদে টাকা নিয়া জন প্রতি ৫লক্ষ টাকা করে দিয়েছি। ভ্রমণ ভিসায় চাকরি তো দুরের কথা খাওয়া দাওয়া দেয়নি ঠিকমত, ২ দিন পর পর এক দিন খেতে দিতো ১ পিচ করে রুটি ,এভাবেই কষ্টে দিন চলছিলো দুসপ্তাহ। পরবর্তিতে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে ঐ প্রতারক আরিফুল ইসলাম বাবলু।আমরা নিরুপায় হয়ে বাংলাদেশে নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুনঃ দেশ থেকে ৭০হাজার টাকা করে নিয়ে পাসপোর্ট সংগ্রহ করে আমরা কিছু লোক বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হয়েছি।কিন্তু ওখানে এখনও অনেক লোক মানবতার জিবন কাটাচ্ছে।

প্রতারিত হয়ে দুবাই ফেরত জাহিদুল ইসলাম জানান -আরিফুল ইসলাম বাবলুর সহযোগী নিজের মেঝো ভাই রেজাউল মালী আমাদের কাছ থেকে টাকা নিছে সেই ভিডিও আমাদের কাছে রয়েছে এবং বিদেশে ম্যানেজার হিসাবে রয়েছে রনি ও সহযোগী হিসাবে রয়েছে বাবুর ভাগনা তকী আর ভাইপো আসিফ মালী।প্রতারক আরিফুল ইসলাম বাবলু ও যারা সহযোগী হিসাবে ছিলেন প্রশাসনের নিকট আমাদের দাবি তাদের যেনো উপযুক্ত শাস্তির হয়।আর আমাদের টাকা ফেরৎ পায় সে ব্যাপারে সুদৃষ্টী কামনা করছি।

এছাড়া দুবাই বন্ধ ঘরে আটক ফয়সাল (২০) নামের এক দৈনিক মানবাধিকার সংবাদের কাছে ভুক্তভোগী ভিডিও বার্তার উদ্ধার পূর্বক দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। ভিডিও বার্তায় বলে বাবু আমার সহ আরো অনেকের পাসপোর্ট নিয়ে বদ্ধ একটি ঘরে রেখে সে এখন পলাতক।আমি দেশে যেতে চাই আমি কোন দিন খাতে পারি আবার কোনদিন না খেয়ে রাত দিন কেটে যাচ্ছে।

প্রতারণার শিকার নারায়নগঞ্জ বন্দর থানা এলাকার জনৈক শফিউদ্দিন জানান,আমার নিকট থেকে চাকরী দেওয়ার কথা বলে আরিফুল বাবলু প্রতরনার মাধ্যমে ১১ লক্ষ টাকা নিয়ে, জাল ভিসা ধরিয়ে দেয়। বুঝলাম আমি প্রতারিত হচ্ছি এরপর আমি প্রতারক অরিফুলের বিরুদ্ধে তালা থানায় একটা এজাহার দাখিল করি । তালা থানা পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত হয়ে (২৮এপ্রিল)প্রতারক আরিফুলকে আটকের পর মামলাটি রুজু করেন। যার নং ২১/৬৫, ধারা ৪০৬/৪২০/৪৭১/৫০৬। আটক আরিফুলকে বিজ্ঞ আদালতে সোফার্দ করলে, আদালতের বিশেষ ব্যবস্থার মাধ্যমে শর্ত সাপেক্ষে জামিন পায়। তবে পরবর্তী ধায্য দিনে শর্তভঙ্গ হওয়ায় আদালত তার আবার গ্রেফতারী পারয়ানা জারী করেন।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান -আরিফুল ইসলাম বাবলু প্রতারনা মামলার আসামী, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে, সে পলাতক আছে তাকে গ্রেফতার করে আইন-আনুক ব্যবস্থা নেওযা হবে ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।