আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা-১ আসনের তালা উপজেলার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের ৩ নং বুথে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার নব কুমার পাইনসহ ৩ জনকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত অপর দুই জন হলেল পোলিং অফিসার শাহাজউদ্দিন ও পোলিং অফিসার জি এম বারাকাত হুসাইন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় তাদেরকে বহিস্কার করেন।
এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উদয় কুমার জানান, মানিকহার গ্রামের শামায়েল সরদার ( যার ভোটার নং ০৪৫৫) বেলা ১১ টার দিকে ভোট দিতে এসে দেখেন কে বা কারা তার ভোট দিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর বেলা ১১ টা ৩০ মিনিট থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত অথ্যাৎ ১০ মিনিটের জন্য ভোট গ্রহন বন্ধ ছিল ৩ নং বুথে। পরে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার ও দুই জন পোলিং অফিসারকে বহিস্কার করা হয়েছে। তিনি বলেন, পরবর্তীতে টেন্ডার ভোটের মাধ্যমে শামায়েল সরদারের ভোট নেয়া হয়েছে।
এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) বলেন, আমি মানিকহার ভোট কেন্দ্রে গিয়ে জাল ভোটের বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে জেলা রিটানিং কর্মকর্তাকে জানাই। পরবর্তীতে তিনি ব্যবস্থা নিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।