শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।।
সাতক্ষীরার তালায় দুঃস্থ নারীদের মাঝে বাংলাদেশের প্রথম ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তালা সদর ইউনিয়নের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের ২৫৯ জন নারীদের ৩০ কেজি চাল বিতারণ করা হয়।
তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতারণ উদ্বোধন করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি,রিয়াজুল ইসলাম, বায়জিদ হোসেন,লুৎফর হোসেন, ইয়াসিন সরদার, আসাদুল ইসলাম ,শেখ রাজ্জাক হোসেন ,শেখ জাহাঙ্গির হোসেন,মফিজুল ইসলাম ইউপি সদস্যা রেহানা পারভীন, সাহিদা বেগম,রেবেকা মকবুল,ইউপি সচিব মোছাঃ সাহানারা খাতুন,উদ্যোক্তা রোকেয়া খাতুন ও আসাদুজ্জামিন প্রমুখ।