মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ তালা সাতক্ষীরা।
তালা উপজেলার পল্লীতে পূর্বশত্রুতার জের ধরে গরু কুপিয়ে জখম করেছে পাষন্ডরা। ঘটনাটি ঘটেছে গতকাল তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামে। এ ঘটনায় তালা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে গরুটির মালিক রজব আলী গাজী।
কৃষক রজব আলী গাজী জানান, তার একটি গাভী মাঠে ঘাস খাওয়ার সময় একই গ্রামের ইমান আলী মোড়ল ও তার ছেলে রাজু মোড়ল পূর্ব শত্রুতার কারণে ধারালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে রক্তাক্ত জখম করে। গরুটির পিঠে ও পায়ের দাপনা (উরুৎ) কেটে হাড় বেরিয়ে গিয়েছে, পরে ডাক্তার নিয়ে ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গরুটির মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম করায় বর্তমানে গরুটির অবস্থা আশংকাজনক।
এ বিষয়ে গরু জখমের ঘটনা জানতে চাওয়ায় রজব আলী গাজীর ভাইপো আনারুল গাজী ও জিহাদী গাজীকে মারপিট করে আহত করে আসামীরা। এই অপরাধের তালা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধরী রেজাউল করিম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।