তাসফিয়া তাবাসসুমকে নিয়ে
কবিতা লিখলেন (দাদু)
আমার আছে একটি বোন
তাসফিয়া তাবাসসুম,
সারারাত জেগে থাকে
দিনের বেলায় ঘুম।
বোন’টি হবে সবার সেরা
পড়বে হরেক বই,
জ্ঞান-বুদ্ধির বিকাশ ঘটবে
সত্য কথা ক-ই।
পিতা-মাতার আদরের ধন
দাদি-নানীর জান,
ফুফু-খালা’র নয়ণের মণি
রাখুক সবার মান।
ভাই বোনেদের মিষ্টি আপু
টুকটুকি সোনা,
আদর করতে কোলে নিতে
নিত্য আনাগোনা।
ক্ষুধা পাইলে বোনটি আমার
খুব চেঁচিয়ে কাঁদে,
একটু খেয়ে পেটটা ভরে
ফোকলা মুখে হাসে।