এস এ আখঞ্জী, তাহিরপুরঃ-
পুলিশেই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের বিশেষ আয়োজনে ‘ওপেন হাউস ডে’ পালিত হয়েছে।
সোমবার (২১ নম্ভেবর) সকাল ১০টা ৪৫মিনিটের সময় থানা চত্বরে, ওপেন হাউস ডে’র,কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন, এস আই আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,সাবেক ইউপি সদস্য সফাই মিয়া, আজহারুল, সাংবাদিক জাহাঙ্গীর আলম, রুকন উদ্দিন, রাজন, এস আই নাজমুল, শাহাদাত, সাইদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও রাজনৈতিক, সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, দাঙ্গা, চোরাচালান প্রতিরোধ করতে হলে, সঠিক তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করতে হবে।