এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ডিসেম্ভর) সকাল ১১টার সময়, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বঙ্গবন্ধু কর্নার হল কনফারেন্স রুমে,ঐ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলার পরিবার পরিকল্পনার কর্মকর্তা জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তামাকের ছোবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে।
আসুন আমরা এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। মাদকে না বলি।এই অভ্যাসটি ছাড়ার ব্যাপারে দৃঢ় সংকল্প নিই।আপনার দৈনন্দিন জীবনযাপন শরীর চর্চা যুক্ত করি।চাপ কমাতে যোগ ও ধ্যান অভ্যাস করি।এ ছাড়াও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সভা,সৌহার্দ্য সমন্বয় সভা,পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ-এর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।